রবিবার, ৩ অক্টোবর, ২০১০

ইউনিপে টু ইউ -তে কাজ করতে আসার আগে আপনাকে যে সব বিষয়ে সতর্ক থাকতে হবে।

এত কষ্টের বিনিময়ে অর্জিত আপনার অর্থের সঠিক সংরক্ষন করুন। লোভে বা ফাঁদে পা দিবেন না। অতিরিক্ত লাভের আশায় মূলধন হারানোর অনেক নজির আমাদের দেশে আছে।  অতএব সাবধান!!!!! কাউকে বিশ্বাস করবেন না। নিজের উপর আস্তা রাখুন এবং নিরাপদ থাকুন। সৃষ্টিকর্তা সকলকে সুন্দর ও নিরাপদে রাখুক।